আফগানিস্তানে দেহরক্ষীসহ সাবেক নারী এমপিকে গুলি করে হত্যা

সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ | ১২:৪২ অপরাহ্ণ

আফগানিস্তানে দেহরক্ষীসহ সাবেক নারী এমপিকে গুলি করে হত্যা
আফগানিস্তানে দেহরক্ষীসহ সাবেক নারী এমপিকে গুলি করে হত্যা
apps

আফগানিস্তানের সাবেক নারী এমপি মুরসাল নবিজাদাকে কাবুলের বাড়িতে গুলি করা হত্যা করা হয়েছে। গুলিতে তার দেহরক্ষীও নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার বিকাল ৩টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশপ্রধান মৌলভি হামিদুল্লাহ খালিদ।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে আহতদের পরিচয়সহ বিস্তারিত জানা যায়নি। সোমবার দেশটির পুলিশের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, ওই এমপির নাম মুরসাল নবিজাদা। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকারে সংসদ সদস্য ছিলেন।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান রবিবার বলেছেন, নবিজাদার বাড়িতে তাকে ও তার এক দেহরক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিরাপত্তা বাহিনী এ ঘটনার তদন্ত শুরু করেছে।

নবিজাদা ২০১৯ সালে কাবুলের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হন। তিনি সংসদীয় প্রতিরক্ষা কমিশনের সদস্য ছিলেন এবং বেসরকারি গোষ্ঠী মানবসম্পদ উন্নয়ন ও গবেষণা ইনস্টিটিউটে কাজ করেছিলেন। সূত্র: আল জাজিরা, বিবিসি, দ্য গার্ডিয়ান

Development by: webnewsdesign.com