আন্তর্জাতিক মধ্যস্থতাকারী চেষ্টার মধ্যেই আজারবাইজান-আর্মেনিয়ার যুদ্ধ চলছে

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০ | ৫:৩১ অপরাহ্ণ

আন্তর্জাতিক মধ্যস্থতাকারী চেষ্টার মধ্যেই আজারবাইজান-আর্মেনিয়ার যুদ্ধ চলছে
apps

নাগর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ বৃহস্পতিবারও অব্যাহত রয়েছে।জেনেভায় যখন আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা এ বিষয়ে বসতে যাচ্ছে, তখন কারাবাখ প্রদেশের রাজধানীতে গোলা বর্ষণ করা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের খবরে এমন তথ্য মিলেছে। আজারবাইজান বলছে, বৃহস্পতিবার সকালে তাদের গানজা শহরে আর্মেনিয়ার বাহিনী গোলা নিক্ষেপ করেছে। গোরোনবয় অঞ্চলে এক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।এছাড়া নৃতাত্ত্বিক আর্মেনীয় বাহিনীও অন্যান্য গ্রামে গোলা বর্ষণ করেছে। গত ২৭ সেপ্টেম্বর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩০ বেসামরিক নাগরিকের নিহত হওয়ার দাবি করেছে আজারি কর্তৃপক্ষ।সামরিক হতাহতের খবর অজ্ঞাত রাখলেও আরও ১৪৩ বেসামরিক নাগরিকের আহত হওয়ার কথা জানিয়েছে আজারবাইজান।

ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের সঙ্গে বসতে যাচ্ছেন আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বেইরামোভ।

তবে এতে আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী অংশ নিচ্ছেন না। সোমবার তার রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মস্কোতে সাক্ষাতের কথা রয়েছে।আজারবাইজান ও আর্মেনিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবারও লড়াই অব্যাহত আছে। দুই পক্ষই পরস্পরের বড় ক্ষতির মুখে ফেলে দেয়ার দাবি করে যাচ্ছেন। এছাড়া একে অপরের বিরুদ্ধে বেসামরিক অঞ্চলেও হামলার অভিযোগ করছেন।স্টেপানাকার্টে বোমা হামলার পাশাপাশি আজারবাইজান বলছে, সীমান্তের কাছে আর্মেনিয়ার গোলায় লোকজন হতাহত হচ্ছেন।

Development by: webnewsdesign.com