আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন

বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১ | ১:২০ অপরাহ্ণ

আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন
apps

বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের (বিবিসিএফইসি) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ জানুয়ারি থেকে মাসব্যাপী বাণিজ্য মেলা এখানেই হবে।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিবিসিএফইসির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

প্রধানমন্ত্রী বাণিজ্য মেলা, রপ্তানি মেলা, রপ্তানিকারকদের সম্মেলন, ক্রেতা-বিক্রেতা মেলা এবং অন্যান্য বাণিজ্য বৃদ্ধিমূলক কর্মকাণ্ড আয়োজনের মাধ্যমে কেন্দ্রটির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে বলে জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশের এত উন্নয়ন হচ্ছে।

তিনি যোগ করেন, মহামারির কারণে উন্নয়নের গতি কিছুটা কমে গেলেও দেশ থেমে থাকেনি, দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নশীল দেশ হিসেবে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা হবে। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি এক্সিবিশন সেন্টারটি সরকারের কাছে হস্তান্তর করে চীনা নির্মাতা প্রতিষ্ঠান চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন।

Development by: webnewsdesign.com