আঙ্কারা তাদের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা শিথিল-ইসরায়েল দাবি

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ | ৭:৩৯ অপরাহ্ণ

আঙ্কারা তাদের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা শিথিল-ইসরায়েল দাবি
apps

ইসরায়েল দাবি করেছে, আঙ্কারা তাদের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা শিথিল করছে। তুরস্ব বলছে, এটা ‘সম্পূর্ণ কাল্পনিক’। তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাত বলেন, এটি ‘একেবারেই কাল্পনিক এবং বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই’। বোলাত বলেন, গাজায় স্থায়ীভাবে যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত এবং ওই অঞ্চলে মানবিক ত্রাণ সরবরাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এর আগে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তার আগের অবস্থান পরিবর্তন করেছেন এবং ইসরায়েলের ওপর আরোপিত অনেক বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। ফিলিস্তিনের গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছে তুরস্ক। গত শুক্রবার এ নিষেধাজ্ঞার কথা জানিয়ে তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা কার্যক্রম চালু না হওয়া পর্যন্ত এ বাণিজ্য নিষেধাজ্ঞা বহাল থাকবে। তুরস্কের সঙ্গে ইসরায়েলের বছরে প্রায় ৭ বিলিয়ন বা ৭০০ কোটি মার্কিন ডলারের বাণিজ্য হয়। তুরস্ক থেকে বিভিন্ন ধরনের মৌলিক কাঁচামাল, পণ্য ও খাদ্য আমদানি করে ইসরায়েল। ধারণা করা হচ্ছে, তুরস্কের নিষেধাজ্ঞার কারণে ইসরায়েলে আমদানি করা খাদ্যপণ্যের দাম বেড়ে যাবে। এ ছাড়া আবাসন ও অটোমোবাইল খাতেও ব্যয় বাড়বে।
বিশ্লেষকরা বলছেন, ইতিমধ্যে ইসরায়েলের বাসিন্দারা জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নিয়ে চাপের মুখে রয়েছে। তুরস্কের নিষেধাজ্ঞার ফলে ইসরায়েলি শিল্প খাত ও ভোক্তাদের ওপর বিরূপ প্রভাব পড়বে। সূত্র : আল জাজিরা

Development by: webnewsdesign.com