আগামী ১১ মে থেকে যুক্তরাষ্ট্র যেতে আর লাগবে না করোনা টিকা

বুধবার, ০৩ মে ২০২৩ | ১:০৫ অপরাহ্ণ

আগামী ১১ মে থেকে যুক্তরাষ্ট্র যেতে আর লাগবে না করোনা টিকা
আগামী ১১ মে থেকে যুক্তরাষ্ট্র যেতে আর লাগবে না করোনা টিকা
apps

আগামী ১১ মে থেকে আকাশপথে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য করোনার টিকার বিধিটি শেষ হবে-সোমবার হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে। হোয়াইট হাউজের বরাতে এ খবর প্রকাশ করেছে এএফপি।

মার্কিন কেন্দ্রীয় সরকারের কর্মী ও ঠিকাদারদের জন্য টিকা গ্রহণের প্রয়োজনীয়তার বিধিও একই দিন শেষ হবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

এ ছাড়া একই দিন (১১ মে) যুক্তরাষ্ট্রে করোনা-সংক্রান্ত জনস্বাস্থ্য জরুরি অবস্থাও শেষ হবে। হোয়াইট হাউজের বিবৃতিতে আরও বলা হয়েছে, মূলত যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ এবং মৃত্যুহার কমে যাওয়ায় কেন্দ্রীয় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

২০১৯ সালের শেষ দিকে বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়লে বেশ কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করে যুক্তরাষ্ট্র। যার মধ্যে অন্যতম ছিল যদি কোনো বিদেশি নাগরিক বিমানপথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হলে তাকে বাধ্যতামূলকভাবে করোনার টিকা নিতে হবে এবং এর প্রমাণপত্র দেখাতে হবে।

Development by: webnewsdesign.com