অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন ফি নির্ধারন করে আদেশ জারি

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০ | ২:৩৮ অপরাহ্ণ

অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন ফি নির্ধারন করে আদেশ জারি
apps

নিবন্ধনের অনুমতি পেল ৯২ পত্রিকার অনলাইন পোর্টাল। আর এসব পোর্টালের নিবন্ধন ফি ১০ হাজার নির্ধারণ করেছে সরকার। যা পরবর্তিতে প্রতি বছর পাঁচ হাজার টাকা দিয়ে নবায়ন করতে হবে। এছাড়া কমিশন গঠন না হওয়া পর্যন্ত তথ্য অধিদপ্তরকে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন কার্যক্রমের দায়িত্ব দিয়ে আজ (রোববার) আদেশ জারি করেছে তথ্য মন্ত্রণালয়।

অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন, স্থাপন ও পরিচালনার ফি নির্ধারণের আদেশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করলে এক মাসের মধ্যে নিবন্ধন নবায়ন ফি জমা দিলে দুই হাজার টাকা সারচার্জ দিতে হবে। আর নির্ধারিত সময়ের এক মাস পর এই ফি বেড়ে হবে পাঁচ হাজার টাকা।

নিবন্ধনের জন্য অনুমোদিত নিবন্ধন ফরম তথ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে জানিয়ে প্রতি মাসের ৫ তারিখের মধ্যে এ বিষয়ে বিস্তারিত তথ্য তথ্য মন্ত্রণালয়ে পাঠাতে তথ্য অধিদপ্তরকে অনুরোধ করা হয়েছে।

Development by: webnewsdesign.com