অত্যন্ত জঘন্য পদক্ষেপ নিচ্ছে মিয়ানমার: জো বাইডেন

সোমবার, ২৯ মার্চ ২০২১ | ৪:০৪ অপরাহ্ণ

অত্যন্ত জঘন্য পদক্ষেপ নিচ্ছে মিয়ানমার: জো বাইডেন
apps

মিয়ানমারে বিক্ষোভকারীদের ‘গণহারে হত্যার’ তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বার্তা সংস্থা এএফপি জানায়, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অভিযানে শতাধিক মানুষ নিহত হওয়ার পর তিনি একে ‘ভয়ানক এবং জঘন্য’ হিসেবে অভিহিত করেছেন।

রোববার( ২৮ মার্চ) যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারে সাংবাদিকদের ব্রিফিংকালে বাইডেন বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর এ ধরনের পদক্ষেপ ‘খুবই ভয়ংকর।’

তিনি বলেন, ‘আমি খবর পেয়েছি দেশটিতে নিরাপত্তা বাহিনীর লাগামহীন অভিযানে অনেক মানুষ নিহত হয়েছে যা সম্পূর্ণ অপ্রয়োজনীয়। আর এ ধরনের পদক্ষেপ একেবারে জঘন্য।’

এদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভয়াবহ এ সহিংসতাকে অগ্রহণযোগ্য হিসেবে অভিহিত করেছে। এর আগে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপান ও অস্ট্রেলিয়াসহ ১২টি দেশের সামরিক প্রধানরা মিয়ানমারের সামরিক বাহিনীর এমন জঘন্য কর্মকাণ্ডের নিন্দা জানান।

স্থানীয় একটি পর্যবেক্ষণ গ্রুপের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মিয়ানমারে জান্তা সরকারের বিরোধিতা করায় এখন পর্যন্ত ৪২৩ বিক্ষোভকারীকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

Development by: webnewsdesign.com