৬৫টি পরিবার পাবে জমি ও ঘর ! সাংবাদিক সম্মেলনে ইউএনও

৬৫টি পরিবার পাবে জমি ও ঘর ! সাংবাদিক সম্মেলনে ইউএনও
apps

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আজ মঙ্গলবার ২৬ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩২,৯০৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে জমি ও ঘর প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে ৬৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট প্রধানমন্ত্রীর পক্ষে কবলিয়ত দলিল জমির খতিয়ান, গৃহ প্রদানের সনদ সহ ঘরের চাবি হস্তান্তর করা হবে বলে জানান ইউএনও একরামুল ছিদ্দিক।

গতকাল সোমবার (২৫/৪) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, নবীনগর উপজেলায় এই পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব বর্ষ উপলক্ষে ৫৬৫ টি ভূমি ও ঘর দেওয়া হয়েছে। আরো ৫৫ টি ঘর নতুন করা হবে।সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,এছাড়াও যদি কোন ভূমি ও গৃহহীন থাকে তাহলে আমরা জমি কিনে নেওয়ার প্রস্তাব দিয়ে হলেও ভূমিহীনদের ঘর করে দেব।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোশারফ হোসাইন, উপজেলা প্রকৌশলী মুঃ ইশতিয়াক হাসানসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Development by: webnewsdesign.com