জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আজ মঙ্গলবার ২৬ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩২,৯০৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে জমি ও ঘর প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে ৬৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট প্রধানমন্ত্রীর পক্ষে কবলিয়ত দলিল জমির খতিয়ান, গৃহ প্রদানের সনদ সহ ঘরের চাবি হস্তান্তর করা হবে বলে জানান ইউএনও একরামুল ছিদ্দিক।
গতকাল সোমবার (২৫/৪) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, নবীনগর উপজেলায় এই পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব বর্ষ উপলক্ষে ৫৬৫ টি ভূমি ও ঘর দেওয়া হয়েছে। আরো ৫৫ টি ঘর নতুন করা হবে।সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,এছাড়াও যদি কোন ভূমি ও গৃহহীন থাকে তাহলে আমরা জমি কিনে নেওয়ার প্রস্তাব দিয়ে হলেও ভূমিহীনদের ঘর করে দেব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোশারফ হোসাইন, উপজেলা প্রকৌশলী মুঃ ইশতিয়াক হাসানসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Development by: webnewsdesign.com