করোনাভাইরাসে আক্রান্ত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সুস্থতা কামনায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল করেছে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা অডিটোরিয়ামে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে অংশ নেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, মাস্টার আসলাম খানসহ উপজেলা পরিষদের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
রাঙ্গুনিয়ায় ইসলামিক ফাউন্ডেশনের মউশিক প্রকল্পের শিক্ষকদের অংশগ্রহণে উক্ত খতমে কোরআন ও মিলাদ মাহফিল শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফাউন্ডেশনের সুপারভাইজার সৈয়দ মোকাম্মেল হক শাহ।
এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ল্যাবে নমূনা পরীক্ষায় হাছান মাহমুদের করোনা পজিটিভ রেজাল্ট আসে। রোববার (১৮ অক্টোবর) বিকেলে স্কয়ার হাসপাতাল থেকে তাঁকে বিএসএমএমইউ হাসপাতালে স্থানান্তর করা হয়।
Development by: webnewsdesign.com