সূর্যের উঠলেও তাপমাত্রা কমে গেছে ১ ডিগ্রি!

সোমবার, ১৩ জানুয়ারি ২০২০ | ১২:৩৮ অপরাহ্ণ

সূর্যের উঠলেও তাপমাত্রা কমে গেছে ১ ডিগ্রি!
apps

রাজধানীতে দু’দিন পর সূর্যের উঠলেও তাপমাত্রা কমে গেছে ১ ডিগ্রি।তবে ঢাকার বাইরে অনেক এলাকায় আজও সূর্যের দেখা মেলেনি। অনেক এলাকায় শৈত্যপ্রবাহ বইছে, যা আরও দু’দিন অব্যাহত থাকবে। এরপর তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আগামী সপ্তাহে আবার তাপমাত্রা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী, পাবনা, নওগাঁ ও রংপুর বিভাগের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরও দু’দিন অব্যাহত থাকতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তুলনায় তাপমাত্রা ২ ডিগ্রি কমে গেছে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ৯.৫ ডিগ্রি। এছাড়া ঢাকায়ও সোমবার তাপমাত্রা ১ ডিগ্রি কমেছে। আজ রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ও সর্বোচ্চ তাপমাত্রা ১৭.১ ডিগ্রি। ঢাকায় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার পার্থক্য কম থাকায় সূর্য উঠলেও শীত বেশি অনুভূত হচ্ছে। অন্য বিভাগগুলোর গড়ে তাপমাত্রা যেখানে ২২-২৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ আফতাব উদ্দিন বলেন, এখনও বেশ কিছু এলাকায় শৈত্যপ্রবাহ বইছে।আগামীকাল মঙ্গলবারও একই অবস্থা থাকবে।এরপর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আগামী সপ্তাহে আবার তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, যেসব এলাকার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা আরও কিছু কমতে পারে। দেশের বেশিরভাগ অঞ্চলে মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে। এছাড়া আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

Development by: webnewsdesign.com