সিলেটে র‌্যাবের অভিযানে জুয়াড়িসহ আটক ১৩

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০ | ৫:৩৪ অপরাহ্ণ

সিলেটে র‌্যাবের অভিযানে জুয়াড়িসহ আটক ১৩
apps

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির কোতোয়ালি থানার ঘাসিটুলা মোকামবাড়ী এলাকায় ও মজুমদারপাড়া (কানিশাইল) ঈদগাহ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় জুয়াড়ি ১। মো. সুমন আহম্মেদ (৪৫), পিতা- মৃত সুনাফর আলী, সাং- বাদে আলী, থানা- জালালাবাদ, এসএমপি সিলেট ২। মো. মনোহর আলী (৪০), পিতা- মৃত হানিফ উদ্দিন, সাং- পশ্চিম দুলজর, থানা- আদিতমারি, জেলা-লালমনিরহাট, ৩। জাহিদ আহম্মেদ (২২), পিতা- ময়না মিয়া, সাং- শিমুলিয়া, থানা- মৌলভীবাজার সদর, জেলা-মৌলভীবাজার, ৪। সজিব আহম্মদ (২১), পিতা-দুলাল মিয়া, সাং- সাতগাও, থানা- বিজয়নগর, জেলা-ব্রাহ্মনবাড়ীয়া, ৫। রাজিব আহম্মেদ (২৪), পিতা- মো. রেনুমিয়া, সাং- গোপলার বাজার, থানা- নবীগঞ্জ, জেলা- হবিগঞ্জ, ৬। মো. জুনায়েদ (২২), পিতা-মো. সুরতআলী, সাং- শান্তিপুর, থানা- বানিয়াচং, জেলা-হবিগঞ্জ ৭। মো. করিম (৩৩), পিতা- মৃত রিয়াজ মিয়া, সাং- খানোয়া, থানা- দক্ষিণসুরমা, এসএমপি সিলেট, ৮। ইমরান (২২), পিতা- আমির হোসেন, সাং- মুরাদপুর, থানা- দিরাই, জেলা- সুনামগঞ্জ ৯। শাহাবুদ্দিন (২৩), পিতা-মৃত সাজুল ইসলাম, সাং- শক্তিয়ারখলা, থানা- বিশ^ম্ভরপুর, জেলা- সুনামগঞ্জ, ১০। সোহাগ মিয়া (২২), পিতা- রইছ মিয়া, সাং- মল্লিকপুর, থানা- বারহাট্টা, জেলা- নেত্রকোনা, ১১। ঝলক (১৯), পিতা- মৃত ঝাক্কু মিয়া, সাং- অষ্টগ্রাম, থানা- অষ্টগ্রাম, জেলা- কিশোরগঞ্জ’দের গ্রেফতার করে তাদের হেফাজত থেকে নগদ ১৫৩৩৫/-টাকা, তাস ৩ সেট, স্লিপবই ৩টি জব্দ করা হয়। র‌্যাব বাদী হয়ে জুয়া আইনে মামলা দায়ের করে আলামতসহ ধৃত ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার কালিঘাট এলাকা থেকে ৩০ বোতল বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দসহ মাদক কারবারি মো. তারেক মিয়া (২৬)’কে আটক করেন র‌্যাব-৯। আসামী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন আশিদোন এলাকার মৃত ছলিম উল্যাহ’র ছেলে।

অপরদিকে, মৌলভীবাজার জেলার সদর থানার মনুরমুখ বাউরবাগ এলাকা থেকে ৩,০০,০০০ শলাকা ভারতীয় তৈরী পাতার বিড়ি জব্দ করা হয়।

বিষয়গুলো দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চত করেছেন সিলেট র‌্যাবের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

Development by: webnewsdesign.com