সাতক্ষীরার কালীগঞ্জ বসন্তপুরে ও যমুনা খালের পাড়ে ওয়াটার ইকোপার্ক স্থাপন হবে

বুধবার, ১৪ অক্টোবর ২০২০ | ৭:৫০ অপরাহ্ণ

সাতক্ষীরার কালীগঞ্জ বসন্তপুরে ও যমুনা খালের পাড়ে ওয়াটার ইকোপার্ক স্থাপন হবে
apps

সাতক্ষীরার কালীগঞ্জ বসন্তপুরে ও যমুনা খালের পাড়ে ওয়াটার ইকোপার্ক স্থাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, মথুরেশপুর ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান , গায়েন পুরঞ্জন স্বর্ণকার, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সুধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, যমুনা খাল খনন করে ওয়াটার পার্ক অনুভা চলাচলের ব্যবস্থা করা হবে মানুষের সুস্থ বিনোদনের জন্য নৌকা এবং বাইপাস সড়ক দিয়ে নিরাপদে সাধারণ মানুষ যাতায়াত করতে পারবে। তিনি বলেন যমুনা পাড়ের বসবাসকারীদের পুনর্বাসন করা হবে।

প্রয়োজনে আমি নিজেই নৌকা বানিয়ে দিব যমুনা খাল ওয়াটার পার্ক ও বসন্তপুরে পর্যটন কেন্দ্র করতে। এছাড়া সার্বিক সহযোগিতার আশ্বাস দেন কালিগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল বলেন, কালীগঞ্জ উপজেলায় জনসাধারণের সুস্থ বিনোদনের জন্য কোন পার্ক না থাকায় বিষয়টি সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালকে অবহিত করা হলে তিনি বসন্তপুরে চন্দ্র দের ভবন উক্ত ভবনসংলগ্ন ইছামতি তীরবর্তী অপূর্ব নৈসর্গিক স্থানে অবস্থিত সরকারের খাস খতিয়ানভুক্ত জমিতে একটি ইকো পার্ক স্থাপনের জন্য মৌখিকভাবে সম্মতি প্রদান করেন। এছাড়া কালিগঞ্জ যমুনা খাল খনন করে ওয়াটার ইকোপার্ক তৈরীর জন্য দাবি তুলে ধরলে জেলা প্রশাসক মৌখিকভাবে সম্মতি প্রদান করেন।

তিনি আরো বলেন, শ্যামনগরে মুন্সীগঞ্জে আকাশ নীলা পর্যটকদের জন্য সুন্দরবন রয়েছে। দেবহাটা উপজেলায় রূপসী বাংলা পিকনিক স্পট রয়েছে। আশাশুনিতে কেওড়া পার্ক রয়েছে। কালীগঞ্জে ক্ষেত্রে শূন্যতা বিরাজ করছে । কালীগঞ্জে পর্যটনের বিকাশ ও মাদকের ছোবল হতে যুবকদের রক্ষা করতে সুস্থ বিনোদনের ব্যবস্থা করতে হবে সাহিত্যিক গাজী আজিজুর রহমান ঐতিহ্যবাহী ইতিহাসখ্যাত রাজা প্রতাপাদিত্য ও বসন্ত রায়ের শাসনামলের ইতিহাস তুলে ধরে ধরেন।

Development by: webnewsdesign.com