শুটিং চলাকালে বন্দুকের আঘাতে আহত নোরা ফাতেহি

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০ | ৯:১৭ অপরাহ্ণ

শুটিং চলাকালে বন্দুকের আঘাতে আহত নোরা ফাতেহি
apps

 

‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’র পর নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন নোরা ফাতেহি। ছবির নাম ‘বুঝ: দ্য ফ্রাইড অব ইন্ডিয়া’। ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালে সহশিল্পীর ছোড়া বন্দুকে মাথায় আঘাত পান নোরা ফাতেহি। বন্দুকটি তার কপালে এসে লাগে। আঘাত গুরুতর হওয়া সত্ত্বেও শুটিং চালিয়ে যান তিনি।

‘বুঝ: দ্য ফ্রাইড অব ইন্ডিয়া’ ছবিতে আরও দেখা যাবে অজয় দেবগন, সোনাক্ষী সিনহা ও সঞ্জয় দত্তকে। পাইলট বিজয় কার্নিকের চরিত্রে অভিনয় করছেন অজয় আর সোনাক্ষীকে দেখা যাবে সমাজকর্মীর চরিত্রে। ছবিটি পরিচালনা করছেন অভিষেক দুধাইয়া।

Development by: webnewsdesign.com