রাজশাহী মহানগরীতে র্যাবের অভিযানে মো. জহুরুল হাসান (২৬) নামের এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার দিনগত রাত ২টার দিকে নগরীর সাধুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক জহুরুল হাসান নগরীর সাধুর মোড় এলাকার মৃত মুর্তজা আলীর ছেলে। তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল সাধুর মোড় এলাকায় অভিযান চালিয়ে জহুরুল হাসানকে গ্রেফতার করে। তিনি রাজশাহীর শীর্ষ অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
Development by: webnewsdesign.com