যশোরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০ | ১২:৫৯ অপরাহ্ণ

যশোরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
apps

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ছাত্রদল একটি সুশৃঙ্খল ও আদর্শিক ছাত্র সংগঠন। তাদের রয়েছে সোনালী অতীত। কোন নেতা-কর্মীর দ্বারা সহপাঠী রক্তে রঞ্জিত হয়নি। কোন সহপাঠী শোষিত নির্যাতিত হয়নি। বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরারের মতো কাউকে জীবন দিতে হয়নি। সাধারণ মানুষের জানমালের ক্ষতি হয়নি। তারা বরাবরাই মেধার আলোয় বিকশিত হয়ে নির্যাতন নির্যাতিত, নিপীড়ন শিক্ষার্থীদের পক্ষে কথা বলে। বহুদলীয় গণতন্ত্র সামাজিক ন্যায়-বিচার শোষণহীন সমাজ, উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গণ গড়াই ছাত্রদলের মূল লক্ষ্য।

গতকাল বুধবার জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা ছাত্রদলের আয়োজনে বিএনপি কার্যালয় চত্বরে অনুষ্ঠিত ছাত্র-গণজমায়েতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, আজ যখন ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। তখন অবৈধ সরকারের মিথ্যা মামলার গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া কারাবন্দি। যিনি মুক্তিযুদ্ধের ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী। সরকারের দীর্ঘদিন ধরে তাকে কারাবন্দি করে রয়েছে। জনগণ এই অবৈধ সরকারের ভয়াল দুঃশাসন অপশাসনের করাল গ্রাস থেকে মুক্ত চায়। তারা মনে করেন এ থেকে মুক্তির একমাত্র পথ হলো গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার মুক্তি। তিনি বলেন, নতুন বছরে উঠেছে নতুন সূর্য। এই বছরেই হবে অবৈধ সরকারের পতন। ছাত্রদল আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার এশাদ আর ওয়ান ইলেভেনের মঈন উদ্দীনের পতন ঘটিয়েছিল। নতুন বছরে স্বাধীনতার মহানায়ক শহীদ জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরী তাদের রহমানের ঘোষণায় ছাত্রদলের রাজপথে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে। মুক্ত হবে দেশের গণতন্ত্র, প্রতিষ্ঠিত হবে আইনের শাসন, সাম্য মানবাধিকর। বন্ধ হবে সীমান্ত হত্যা বিচার বহির্ভুত হত্যা।

ছাত্র গণজহমায়েতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সভাপতি নূর-উন-নবী, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল বারী রবু, নগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা শামসুন্নাহার পান্না, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান বাবলু।
জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি ও সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রদলের সভাপতি তানভীর রায়হান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক বেনজীর বিশ্বাস, মনিরামপুর পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম রানা, কেশবপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মজনু হুসাইন, যুগ্ম সম্পাদক বাবুল রানা, নওয়াপাড়া পৌর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান, চৌগাছা উপজেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন, শার্শা উপজেলা ছাত্রদল নেতা খান মো. আলী রাজা, ছাত্রদল নেতা সোহেল আহমেদ, আজিম হোসেন, রনি ইসলাম যশোর নগর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী গোলাম হাসান সনি সহ বিভিন্ন প্রমুখ ।

এর আগে সকাল ৯টায় বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়। সকাল সাড়ে ১০টায় কারবালা কবরস্থানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ প্রয়াত নেতৃবৃন্দ ও শহীদ ছাত্রনেতাদের কবর জিয়ারত করেন। এর আগে সকাল সাড়ে ৯টায় বিএনপি কার্যালয়ে নেতৃবৃন্দ দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

Development by: webnewsdesign.com