মৌলভীবাজারে ২ ভুয়া ডাক্তারের দণ্ড

সোমবার, ১৯ অক্টোবর ২০২০ | ৮:২০ অপরাহ্ণ

মৌলভীবাজারে ২ ভুয়া ডাক্তারের দণ্ড
apps

সোমবার (১৯ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলার সদর থানাধীন কুসুমবাগ, সিলেট রোড (রাবেল ডিপার্টমেন্টালের উপর) অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভুয়া ডাক্তার সেজে প্রতারণার সময় মৃত খোরশেদ মিয়া’র ছেলে মোঃ শফিকুল ইসলাম(শান্ত) (৪৬) এবং শফিকুল ইসলামের স্ত্রী খালেদা আক্তার (৩৫)’দের আটক করেন র‌্যাব-৯। উভয়ই কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন ইউসুফনগর এলাকার।

তারা সম্পর্কে স্বামী ও স্ত্রী। দীর্ঘ দিন ধরে ভুয়া ডাক্তার সেজে প্রতারণা করে আসছিল। তারা ভূয়া কাগজপত্র ভূয়া লাইসেন্স তৈরি করে। এগুলো জব্দ করা হয় আটককৃতরা নিজেদের অপরাধ ভ্রাম্যমাণ আদালত এর সম্মুখে স্বীকার করিলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম (ইউএনও ও নির্বাহীম্যজিস্ট্রেট, মৌলভীবাজারসদর, মৌলভীবাজার) মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৮(১) ও ২৯(১) লঙ্গন করায় ১। মো. শফিকুল ইসলাম (শান্ত)(৪৬)’কে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও খালেদা আক্তার (৩৫)’কে ৫,০০০/- টাকা অর্থ দণ্ড প্রদান করে ।

এই দুই ভূয়া ডাক্তারকে এর পূর্বেও মোবাইল কোর্ট ১৫ দিন কারাদণ্ড প্রদান করেছিল।

বিষয়টি দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন সিলেট র‌্যাবের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

Development by: webnewsdesign.com