মাদারীপুরে দুই শতাধিক হতদরিদ্র পরিবার পেয়েছে প্রধানমন্ত্রীর দেওয়া বসতঘর। মাথা গোঁজার ঠাঁই পেয়ে দারুণ খুশি অসহায় এসব মানুষ।
এদিকে প্রকল্পে দুর্নীতি ঠেকাতে ঠিকাদারি প্রতিষ্ঠান ছাড়াই উপজেলা প্রশাসন নিজেরাই উদ্যোগ নিয়ে নির্মাণ করে দেয় ঘরগুলো। পর্যায়ক্রমে জেলার সব হতদরিদ্রকে প্রধানমন্ত্রীর এ উপহার দেওয়ার কথা জানান স্থানীয় সংসদ সদস্য শাজাহান খান।
মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের কুন্তিপাড়া গ্রামের বাসিন্দা নুর মোহাম্মদ খান। পরিবারে স্ত্রী ও ৫ মেয়ে নিয়ে বসবাস তার। প্রতিবন্ধী এই হতদরিদ্রকে নির্মাণ করে দেওয়া হয়েছে আধাপাকা একতলা একটি বসতঘর। সঙ্গে রয়েছে রান্নাঘর ও সৌরবিদ্যুৎ সংযোগ। শুধু নুর মোহাম্মদই নন, তার মতো জেলার ৪টি উপজেলার ২১২টি হতদরিদ্র পরিবার পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বসতঘর।
সঠিকভাবে যাচাইবাছাই শেষে ঠিকাদারি প্রতিষ্ঠান ছাড়াই উপজেলা প্রশাসন নির্মাণ করে দেয় ঘরগুলো। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় তিন লাখ টাকা বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিউর রহমান ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস।
মাদারীপুর-২ সংসদ সদস্য শাজাহান খান বলেন, কেউ গৃহহীন থাকবে না এমন উদ্দেশ্য নিয়েই কাজ করছে সরকার।
মুজিববর্ষ উপলক্ষে জেলার সব হতদরিদ্রদের একসঙ্গে রাখার জন্য ‘বঙ্গবন্ধুপল্লী’ নামে একটি প্রকল্প হাতে নিয়েছে প্রশাসন।
Development by: webnewsdesign.com