বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মসিক মেয়র ইকরামুল হক টিটুর সাথে সৌজন্য সাক্ষাৎ

শনিবার, ১৬ জানুয়ারি ২০২১ | ৭:২৫ অপরাহ্ণ

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মসিক মেয়র ইকরামুল হক টিটুর সাথে সৌজন্য সাক্ষাৎ
apps

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শনিবার (১৬ জানুয়ারী) ময়মনসিংহ সিটি কর্পোরেশনে মেয়র ইকরামুল হক টিটুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মসিক মেয়রের পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ সচিবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পরে সচিব লোকমান হোসেন মিয়া ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্মিত ব্রীজের মোড়ে জয় বাংলা চত্বর পরিদর্শন করেন। পরিদর্শনকালে মসিক মেয়র জয় বাংলা চত্বরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে স্মরণ করে নির্মিত জয় বাংলা চত্বরের বিভিন্ন স্থাপত্য তুলে ধরেন। মাননীয় সচিব জয় বাংলা চত্বরের উদ্যোগ গ্রহণের জন্য মেয়রকে ধন্যবাদ জানান এবং জয় বংলা চত্বরের নির্মাণের প্রশংসা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব গোপাল চন্দ্র দাশ, সচিবের একান্ত সচিব মোঃ সাইফুল ইসলাম ভূঞা, মসিকের সহকারী সচিব আমিনুল ইসলাম, চেম্বার অব কমার্সের সহ সভাপতি শংকর সাহা, মোমেনশাহী ডি. এস. কামিল (এম এ) মাদ্রাসার অধ্যক্ষ ও দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড.মোঃ ইদ্রিস খানসহ প্রমুখ।

Development by: webnewsdesign.com