বড়লেখায় শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ

শনিবার, ০৪ জানুয়ারি ২০২০ | ৮:৪১ অপরাহ্ণ

বড়লেখায় শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ
apps

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অসহায় দরিদ্র মানুষের জন্য সহযোগিতার উদ্দ্যেশে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেছে গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউ,কে। শনিবার (৪ জানুয়ারি) দাসের বাজার ইউনিয়নের ২৫০ জন দরিদ্র অসহায় শীতার্থ পরিবারের মধ্যে ও বর্নী ইউনিয়নে ৩০০ পরিবারের মাঝে গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউ,কে র’ অর্থায়নে কম্বল বিতরণ করা হয়।

দুপুর ১ ঘটিকার সময় দাসের বাজার ইউনিয়নে কম্বল বিতরণ কালে, গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউ,কে র’ সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও পুর্ব শাহাবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, গ্রেটার বড়লেখা এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য মো. জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধা সন্তান ইনাম উদ্দিন বলাই, সামাজিক সংগঠন বৃহত্তর লঘাটি যুব সংঘের সভাপতি সাহাজান সিরাজ,বৃহত্তর লঘাটি যুব সংঘের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মস্তফা উদ্দিন,সমাজকর্মি রুহেল আহমদ, ফখরুল ইসলাম, সুভাষ দাস প্রমুখ ছিলেন।

পরে বিকাল ৩ ঘটিকার সময় উপজেলার বর্নী ইউনিয়নে র’ ফকির বাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দরিদ্র অসহায় শীতার্থ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়।এসময় ‘গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউ,কে’ র’ সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও পূর্ব শাহাবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন,বর্নী ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন,গ্রেটার বড়লেখা এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য মো. জিয়াউর রহমান, ফকির বাজার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাময় ভট্যাচার্য,বিশিষ্ট সমাজ সেবক মো. সামিম আহমদ,ইউপি সদস্য ও ইউপি যুবলীগ সভাপতি নাজিম উদ্দিন,ইউপি সদস্য সাহাব উদ্দিন,ছামাদ উদ্দিন, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন, সাংবাদিক মস্তফা উদ্দিন,মুক্তিযুদ্ধা সন্তান ইনাম উদ্দিন বলাই,বুলবুল আহমদ, সিরাজ উদ্দিন,ফারুক উদ্দিন প্রমুখ ছিলেন।

Development by: webnewsdesign.com