মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ-বাহাদুরপুর ইউনিয়নের দরিদ্র ৬১ টি পরিবারের মাঝে টিআর/কাবিটা প্রকল্পের বরাদ্ধকৃত অর্থ দ্বারা সৌর বিদ্যুতের হোম সিস্টেম বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টম্বর) দুপুরে নিজ-বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দরিদ্রের মাঝে এগুলো বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান ময়নলু হকের সভাপতিত্বে ও ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.শামীম আল ইমরান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান। প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন নিজবাহাদুর পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুক্কুর।
অন্যদের মধ্যে ইউপি সদস্য সিরাজ উদ্দিন,শামীম আহমদ, রশিদ আহমদ সুনাম, সাজু আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com