গতকাল সোমবার সন্ধ্যারাতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লেঃ কমান্ডার ফয়সল আহমদ এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা এলাকায় একটি অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করে।
অভিযানে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন মধ্যনগর রিজার্ভ এলাকাস্থ জৈনক হারুনুর রশিদ এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ২২ বোতল ভারতীয় হুইসকি, ০২ টি মোবাইলসহ ০২ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নাম ও ঠিকানাঃ- ১। লিটন মিয়া (১৫), পিতা- রতন মিয়া, সাং- শিলডোয়ার, থানা- বিশ্বম্ভরপুর, জেলাঃ- সুনামগঞ্জ, ২। মোঃ আমির হোসেন (১৩), পিতা- মোঃ দেলোয়ার হোসেন, সাং- শিলডোয়ার, থানা- বিশ্বম্ভরপুর, জেলা- সুনামগঞ্জ।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Development by: webnewsdesign.com