ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলন: ৪টি ড্রেজার জব্দ

শনিবার, ১৭ অক্টোবর ২০২০ | ১০:২২ অপরাহ্ণ

ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলন: ৪টি ড্রেজার জব্দ
apps

চট্টগ্রামের ফটিকছড়ির পূর্ব ধর্মপুরের সত্তার খাল থেকে অবৈধভাবে বালু তোলার সময় চারটি ড্রেজার ও উত্তোলন করা বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সায়েদুল আরেফিন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন বলেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি প্রশাসনকে ফাঁকি দিয়ে সত্তার খালে মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে আসছিল। আজকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান টের পেয়ে তারা পালিয়ে যায়। এ সময় চারটি ড্রেজার মেশিন ও কয়েক হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

অবৈধভাবে বালু তোলার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, কিছু অসাধু ব্যক্তি নিজেদের স্বার্থসিদ্ধির জন্যে বালু উত্তোলন করছে। এতে খাল ও নদীর গতিপথ পরিবর্তন হয়ে পাড় ভেঙে জমি, বসতবাড়ি, হাট-বাজার ক্ষতির সম্মুখীন হচ্ছে, যা পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড। এ ধরনের পরিবেশ বিধ্বংসী কাজে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Development by: webnewsdesign.com