প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক আটক

বুধবার, ২১ অক্টোবর ২০২০ | ৫:৩৪ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক আটক
apps

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ায় রাউজানে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত জামিল হোসেন (২১) উপজেলার মধ্যম কদলপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের আব্দুল কুদ্দুসের ছেলে।

এ ঘটনায় আজ বুধবার দুপুরে উপজেলা যুবলীগের সভাপতি, পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দীন পারভেজ ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন। এর আগে তাকে মঙ্গলবার দিবাগত রাতে তার বাড়ি কদলপুর ৮নম্বর ওয়ার্ড থেকে আটক করে পুলিশ।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ‘গ্রেপ্তারকৃত জামিল তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে গত ১৩ অক্টোবর প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস লেখেন। এরপর থানা পুলিশ মঙ্গলবার রাতে যুবক জামিলকে তার বাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে। তার মোবাইল, সিম জব্দ করা হয়েছে।

Development by: webnewsdesign.com