সাতক্ষীরার কলারোয়া উপজেলায় প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণচেষ্টার অভিযোগে লাল্টু গাজী (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৯ জানুয়ারি) ভোরে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। লাল্টু গাজী কেঁড়াগাছি ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের মৃত ইসলাম গাজীর ছেলে। এর আগে শনিবার (১৮ জানুয়ারি) রাতে কলারোয়া থানায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, শনিবার সকালে প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে রেখে মাছের ঘেরে কাজ করতে যান পরিবারের সদস্যরা। বেলা সাড়ে ১১টার দিকে কিশোরীর দাদি ও তার ছোট বোন বাড়ি ফিরে দেখে কিশোরীকে ধর্ষণের চেষ্টা করছে লাল্টু। এ সময় তারা চিৎকার দিলে পালিয়ে যায় লাল্টু গাজী। এ ঘটনায় প্রতিবন্ধী কিশোরীর বাবা বাদী হয়ে লাল্টুকে আসামি করে ওই দিন রাতেই থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎমিশ বলেন, এ ঘটনায় প্রতিবন্ধী কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। মামলার পর লাল্টুকে গ্রেফতার করে পুলিশ।
Development by: webnewsdesign.com