পেছালো বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯ | ৭:০৫ পূর্বাহ্ণ

পেছালো বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক
apps

মিডিয়া ডেস্ক
এবার যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠকও পিছিয়েছে বাংলাদেশ। আজ থেকে দিল্লিতে দুই দিনের বৈঠকটি শুরুর কথা ছিল।

পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, বাংলাদেশ ও ভারত ছয়টি অভিন্ন নদীর রূপরেখা চুক্তি সইয়ের জন্য প্রাথমিক কাজ শেষ করেছে। পানিবণ্টন চুক্তি সইয়ের লক্ষ্যে দুই দেশ এসব নদীর তথ্য–উপাত্ত ২৪ বছরের মধ্যে প্রথমবারের মতো হালনাগাদ করেছে। এ নিয়ে আলোচনার জন্য আজ বুধবার থেকে ভারতের রাজধানী দিল্লিতে বৈঠক শুরুর কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তা পিছিয়ে গেছে।

ঢাকায় যৌথ নদী কমিশন সূত্রে জানা গেছে, জেআরসির প্রস্তাবিত বৈঠকের প্রথম দিনে যৌথ কমিটির ও দ্বিতীয় দিন কারিগরি কমিটির বৈঠক হওয়ার কথা ছিল।

এ বিষয়ে জেআরসির এক সদস্য বলেন, দিল্লিতে বুধবার থেকে প্রস্তাবিত বৈঠকটি স্থগিত হয়ে গেছে। দুই পক্ষ আলোচনা করে বৈঠকের পরের দিনক্ষণ চূড়ান্ত করবে।

দুই দেশের সচিব পর্যায়ের পূর্বনির্ধারিত ওই বৈঠকে মনু, ধরলা, খোয়াই, গোমতী, মুহুরী ও দুধকুমার— এ ছয়টি নদীর হালনাগাদ তথ্য-উপাত্ত বিনিময়ের কথা ছিল ঢাকা ও দিল্লির।

Development by: webnewsdesign.com