গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগীর বলইবুনিয়া গ্রামে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা প্রায় চার’শ লোকের কাজ থেকে টাকা আত্মসাত করিয়ে নেয়, আত্মসাত কারী ফেরদাউস শরীফের রিরুদ্ধে বুধবার সকাল ১০টায় নলুয়াবাগীর দক্ষিণ বলইবুনিয়া দাখিল মাদ্ররাসার সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে ভুক্তভোগীরা মহল্লাদার ফেরদাউস শরীফ এর চাকুরী থেকে অপসারণ চেয়ে এলাকায় এক বিক্ষভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষভ মিছিল শেষে ভুক্তভোগীরা ফেরদাউস গ্রাম পুলিশ হওয়ায় পেশাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন বলে জানিয়েছে এলাকা বাসিরা।
এলাকার প্রায় চার’শ লোকের কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতার গরীব অসহায় মানুষের কাছথেকে, বিভিন্ন অজুহাতে রিলিফ দেওয়ার নাম করে মিথ্যা প্রলোভন দেখিয়ে গরীব অসহায় দরিদ্র মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। টাকা হাতিয়ে নেওয়া গরীব অসহায় লোকজনেরা এই আত্মসাত কারির উপযোক্ত শাস্তির দাবি জানান।
Development by: webnewsdesign.com