নাটোরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে সদর উপজেলার ছোট হরিশপুর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ওসি জালাল উদ্দীন এবং নাটোর ফায়ার সার্ভিসের উপপরিচালক আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের উপপরিচালক আসাদুজ্জামান জানান, বুধবার সকালে ছোট হরিশপুর ব্রিজে রাজশাহীগামী নান্নু এন্টারপ্রাইজের সঙ্গে রংপুরগামী নিশিতা এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এসময় ২০ জন আহত হয়েছেন।
খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে। তবে উভয় বাসচালকের পা কাটার প্রয়োজন হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
খবর পেয়ে জেলা প্রশাসক শাহরিয়াজসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Development by: webnewsdesign.com