দিল্লিতে বিজেপির অবস্থা তো সংকটেই,কংগ্রেসও প্রায় নিশ্চিহ্ন বলা চলে। যে রাজ্যকে ১৫ বছর শাসন করেছে কংগ্রেস সেখানে এই দুরবস্থা মেনে নিতে কষ্টই হচ্ছে কংগ্রেস নেতাদের। চাঁদনি চকের মতো গুরুত্বপূর্ণ আসনে হারছেন কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা। তিনি অভিযোগ করেছেন, হিন্দু-মুসলিম ভোটের মেরুকরণ করা হয়েছে। সেকারণেই এই ফলাফল।
আম আদমি পার্টি থেকে বহিষ্কারের পর কংগ্রেসে যোগ দিয়েছিলেন অলকা লাম্বা। তারপরেই কংগ্রেসের টিকিটে চাঁদনি চক বিধানসভা কেন্দ্রে প্রার্থী হন তিনি। আপাতত তিন নম্বরে রয়েছেন অলকা। হার যে নিশ্চিত সেটা তিনি বুঝতে পেরে গেছেন। তাই জনতার রায়কে স্বীকার করে করে নিয়েছেন কংগ্রেস প্রার্থী। ১২৯৯টি ভোট পেয়ে তিন নম্বরে রয়েছেন অলকা।
কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা অভিযোগ করেছেন দিল্লিতে বিধানসভা ভোটে হিন্দু-মুসলিম ভোটের মেরুকরণ হয়েছে। বিজেপি প্রথম থেকে ধর্মীয় ভেদাভেদের রাজনীতিতে মেতেছিল তাতে কোনো সন্দেহ নেই। সেকারণেই বারবার শাহিনবাগ নিয়ে সরব হয়েছিলেন বিজেপি নেতারা। কারণ দিল্লির জনসংখ্যার সিংহভাগই হিন্দু। যদিও বিজেপির পাশা উল্টে গিয়েছে।
এদিকে, ফের ক্ষমতায় ফিরছে আপ। তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী হতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। ঝাড়ু ঝড়ে সাফ হয়ে গিয়েছে পদ্মশিবির। ধর্মের রাজনীতি যে দিল্লিবাসী মেনে নেয়নি সেটা ভোট বাক্সে জানিয়ে দিয়েছে।
Development by: webnewsdesign.com