বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে জয়পুরহাটে শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করছেন প্রতিবন্ধী সমাজ উন্নয়ন সংস্থা। রবিবার দুপুরে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে পাঁচ শতাধিক দুস্থ ও অসহায় প্রতিবন্ধী মাঝে কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।
এসময় জয়পুরহাট সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এ,ই,এম মাসুদ রেজা, জয়পুরহাট প্রতিবন্ধী সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি নান্টু মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা দোকান কর্মচারী ইউনিয়নের কার্যকরী সভাপতি রাহাত হোসেন জনি উপস্থিত ছিলেন।
বুলু পাড়া গ্রামের কম্বল নিতে আসা প্রতিবন্ধী আলেয়া বেওয়া (৬৫)কম্বল পেয়ে বলেন, শীতে জীবন যায় যায় আজ রাতে ভালো ঘুম হবে। আল্লাহ ওনাদের ভালো করুন।
পৌর মেয়র মেস্তাফিজুর রহমান বলেন, কনকনে ঠান্ডায় জয়পুরহাটের প্রতিবন্ধীরা শীতের কম্বল পেয়ে মহাখুশি। আমরা যার যার অবস্থান থেকে এই সব প্রতিবন্ধীদের পাশে দাড়ায়।
Development by: webnewsdesign.com