জগন্নাথপুরে ৭ জুয়াড়িকে কারাদণ্ড

বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০ | ৮:১৩ অপরাহ্ণ

জগন্নাথপুরে ৭ জুয়াড়িকে কারাদণ্ড
apps

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রকাশ্যে আসর বসিয়ে জুয়া খেলার দায়ে ৭ জুয়াড়িকে জনপ্রতি ২১ দিন করে বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া পন্ডিতা গ্রামের মৃত জবর আলীর ছেলে ফয়জুল হক, মৃত গোলাপ আলীর ছেলে হারুন মিয়া, চিলাউড়া পূর্বপাড়া গ্রামের মৃত মজিদ উল্লার ছেলে আবুল হোসেন, চিলাউড়া মাঝপাড়া গ্রামের জমির আলীর ছেলে লেবু মিয়া, চিলাউড়া আশিঘর গ্রামের মৃত রুসতম আলীর ছেলে মাসুক মিয়া, মৃত আঞ্জব আলীর ছেলে মিজানুর রহমান ও হরমত আলীর ছেলে মনর আলী।

১ জানুয়ারি বুধবার রাতে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় চিলাউড়া বাজারের পাশে অভিযান চালিয়ে প্রকাশ্যে আসর বসিয়ে জুয়া খেলার দায়ে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দ-াদেশ প্রদান করা হয়। জগন্নাথপুর থানার ওসি মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে জুয়াড়িদের আটক করেন। ২ জানুয়ারি বৃহস্পতিবার দ- প্রাপ্তদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Development by: webnewsdesign.com