সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় শিশু প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের হলরুমে ২ দিন ব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
৮ জানুয়ারি বুধবার প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী মাহফুজ আয়শা মনি, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা, উপজেলা একাডেমিক সুপার ভাইজার অরূপ কুমার রায়, শিক্ষক পার্থ কুমার গোপ, মুর্শেদুর রহমান, মুকুল চন্দ্র সরকার, জগন্নাথপুর উপজেলা প্রেসকাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলি সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে সৃজনশীল নৃত্যে প্রথম পুরস্কার লাভ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কন্যা মাশফিয়া মাহফুজ প্রমা। দেশাত্ববোধকে প্রথম পুরস্কার পায় মৌমিতা সরকার। কবিতা আবৃতি ও বঙ্গবন্ধুকে জানো-বাংলাদেশকে জানো প্রথম পুরস্কার পায় নিগার রহমান সিমু, নজরুল গীতিতে প্রথম পুরস্কার পায় পূর্বা দে ও ভাব সংগীতে প্রথম পুরস্কার পায় শিক্ষার্থী প্রত্যাশা দাস। এছাড়া আরো বিভিন্ন পর্যায়ে পুরস্কার পায় অন্যান্য শিক্ষার্থীরা।
Development by: webnewsdesign.com