ছাতক থেকে ৪ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২০ | ১:১১ অপরাহ্ণ

ছাতক থেকে ৪ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-৯
apps

গতকাল ৮ জানুয়ারি দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লেঃ কমান্ডার ফয়সল আহমদ এর নেতৃত্বে সুনামগঞ্জের ছাতক থানা এলাকায় চাঁদাবাজ গ্রেফতার অভিযান পরিচালনা করে।

অভিযানে সুনাগঞ্জ জেলার ছাতক থানাধীন ছড়ার পাড় গ্রামস্থ খেয়াঘাট এলাকা হতে ০১টি ইঞ্জিনবিহীন কাঠের তৈরী নৌকা, চাঁদার নগদ ৩৩,৮০০/- টাকাসহ ০৪ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা- ১। আসাদুল্লাহ রায়হান (১৯), পিতা মোঃ নিজাম উদ্দিন, সাং- মন্ডলী ভোগ,থানা- ছাতক, জেলা-সুনামগঞ্জ, ২। মো. মোজাহিদুল ইসলাম প্রকাশ জয় (২০), পিতা- মো ঃ সামছুদ্দিন মিয়া, সাং- ইছাকলস, থানা -কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট, ৩।মোঃ জোনাইদ আহম্মদ (১৯), পিতা- মোঃ আব্দুল আলম, সাং- বউলা, থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জ, ৪। তাজুল মিয়া (২৭), পিতা মোঃ আনিছুর রহমান, সাং- নওয়াগাঁও, থানা-ছাতক, জেলা- সুনামগঞ্জ।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদেরকে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।

Development by: webnewsdesign.com