সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় খালার বাসার বেড়াতে গিয়ে ১৩ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরীটির খালু শাহীন আলমকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১২ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সলঙ্গা থানা-পুলিশ এদিন সকালে আদালতের মাধ্যমে শাহীন আলমকে জেলহাজতে প্রেরণ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়াই এলাকা থেকে শাহীন আলমকে গ্রেপ্তার করা হয়। সে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার শ্যামপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে।
র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার এএসপি প্রণব কুমার সরকার জানান, গত ৯ জানুয়ারি খালার বাসায় বেড়াতে যায় ওই কিশোরী। এ সময় খালা বাসায় না থাকায় খালু শাহীন আলম তাকে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে সে বাড়ি ফিরে গিয়ে তার বাবা-মাকে বিষয়টি জানায়।
এ ঘটনায় গত ১২ জানুয়ারি কিশোরীর বাবা বাদী হয়ে সলঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকে ধর্ষক পালিয়ে টাঙ্গাইলের গোড়াই এলাকায় আত্মগোপন করে। সলঙ্গা থানার ওসি র্যাব-১২ এর অধিনায়ক বরাবর লিখিত পত্রের মাধ্যমে আসামিকে ধরতে সহায়তা চান। এর প্রেক্ষিতে র্যাবের এ দলটি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের পর সলঙ্গা থানায় হস্তান্তর করে।
Development by: webnewsdesign.com