কৃষকদের উদ্বুদ্ধকরণে কাজিপুরে মাঠ দিবস অনুষ্ঠিত

মঙ্গলবার, ০১ মার্চ ২০২২ | ৮:১৫ অপরাহ্ণ

কৃষকদের উদ্বুদ্ধকরণে কাজিপুরে মাঠ দিবস অনুষ্ঠিত
apps

“কৃষি উন্নয়ন হলে দেশএগিয়ে যাবে,দিন দিন জনসংখ্যা বাড়ছে, আবাদি জমি কমছে,সেই জন্য উৎপাদন বাড়াতে হবে।স্বাস্থ্য সুরক্ষা ও মেধা গঠনে পুষ্টিকরখাবারের বিকল্প নেই। বাড়ির ফাঁকা জায়গা সবজির চাষ করতে হবে। দুুুফসলী জমিতে তিন ফসল এবং তিন ফসলী জমিতে চার ফসল চাষ করে কিভাবে উৎপাদন বাড়ানো সম্ভব সে বিষয়ে পরামর্শ দেন।কাজিপুরে ২০২১-২২ অর্থ বছরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারনের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনী বিষয়ে অনুুুষ্ঠিত মাঠ দিবসে

প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগন্জ উপ-পরিচালক কৃষিবিদ আ. জা. মুঃ আহসান শহীদ সরকার উক্ত কথাগুলো বলেন। তিনি বলেন, সরিষার চাষ করে তৈলের উৎপাদন বাড়াতে হবে, প্রধান মন্ত্রী ঘোষণা করেছেন নিজেদের তৈল নিজেরা খাবো।সেই জন্য তিনি সরিষা চাষাবাদ করতে পরামর্শ দেন। তিনি আরও বলেন সরকার কৃষকদের জন্য প্রতিটি মুহূর্তে সহযোগিতা করে যাচ্ছে।সরকারের এ উদ্যোগকে সামনে রেখে নিজেদেরকে নতুন নতুন উৎপাদন কৌশল অবলম্বন করে উৎপাদন বাড়াতে হবে।এ ক্ষেত্রে সরকারের কৃষি বিভাগ সবসময় আপনারদের পাশে আছে এবং থাকবে।

১ মার্চ মঙ্গলবার দুপুরে কাজিপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া গ্রামে মন্ডল বাড়িতে কৃষক পর্যায়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত সভায়

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন , আরডিএপি রাজশাহী উপ- প্রকল্প পরিচালক কৃষিবিদ এস এম আমিনুজ্জামান এ সময় তিনি কাজিপুরে সরিষা চাষের সময় ও সম্ভাবনা তুলে ধরেন। সেইসাথে ব্রি-৮৭ জাতের ধান চাষের পরামর্শ দিয়ে বলেন, এই ধান অন্য যেকোন ধানের চেয়ে ৭ থেকে ১০ দিন পূর্বে কৃষকের ঘরে আসে। তাই এই ধান চাষ করলে এবং সরিষা চাষের সম্ভাবনা বেশি থাকে। তিনি অধিক পরিমাণে জৈবসার হিসেবে ভার্মি কম্পোস্ট ব্যবহারের পরামর্শ দেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের অতিঃ উপপরিচালক মোঃ আব্দুল করিম,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রেজাউল করিম।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল আহমেদ এর পরিচালনায় মাইজবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহীন আলম,কৃষক শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার শুভজিদ রায়, উপসহকারী কৃষি অফিসার দীলিপ কুমার, শাহাদত হোসেন, ইসফাকুল কবির ও কামরুন্নাহার।

মাঠ দিবসে উপস্থিত ৪০০ জন কৃষক ও কৃষাণিদের স্বল্প ব্যায়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে অধিক উৎপাদন বাড়ানো কৌশল সম্পর্কে আলোচনা করা হয়।এ মাঠ দিবস উপলক্ষে রোপা আমন ব্রী -৮৭ ধান চাষাবাদ করতে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়।

Development by: webnewsdesign.com