সিরাজগঞ্জের কাজিপুরে কৃষকদের মাঝে শাক ও সবজির বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) কৃষি সম্প্রসারন অধিদপ্তর, কাজিপুর কার্যালয়ের আয়োজনে খরিপ-২/২০২০-২১ মৌসুমি বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্থ ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে স্বল্প ও মধ্যমেয়াদী শাক ও সবজির বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিস হলরুমে বিতরণ কাজের শুভ উদ্ভোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান সিরাজি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসান সিদ্দিকী।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শাপলা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমাইয়া ফাহমিদা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ প্রমুখ। বন্যা পরবর্তী পুষ্টি পূরণে উপজেলা দুই হাজার কৃষকদের মাঝে এই বীজ বিতরণ কার্যক্রম চলবে।
Development by: webnewsdesign.com