বলিউডে এ প্রজন্মের জনপ্রিয় তারকা ওয়ামিকা গাব্বি। লাস্যময়ী অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। বিশেষ করে তাকে নিয়ে তরুণ দর্শকের আগ্রহ আকাশচুম্বী। এই অভিনেত্রী এবার যুক্ত হলেন নতুন সিনেমায়। স্কাই থ্রিলার ‘জি২’ সিনেমায় যোগ দিয়েছেন ওয়ামিকা। ২০১৮ সালের ব্লকবাস্টার থ্রিলার ‘গুডাচারি’ ছবির সিক্যুয়েল হিসেবে এটি নির্মিত হবে। ছবিটি পরিচালনা করবেন নতুন পরিচালক বিনয় কুমার সিরিগিনিডি।
সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে ওয়ামিকা বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত ‘জি২’ সিনেমার সঙ্গে যুক্ত হতে পেরে। এই সিরিজের প্রথম সিনেমাটি সাফল্যের অসাধারণ মাইলফলক স্থাপন করেছে। এই গল্পের চরিত্র হতে পারাটা চ্যালেঞ্জিং এবং রোমাঞ্চকর।’ এতে আরো অভিনয় করবেন ইমরান হাশমি, মুরালি শর্মা, সুপ্রিয়া যালাগাড্ডা এবং মাধু শালিনীসহ অনেকে।
‘জি২’ সিনেমার ওয়ামিকা গাব্বির বিপরীতে অভিনয় করেছেন আদিভি শেষ। এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি হতে যাচ্ছেন তারা। ওয়ামিকা গাব্বি ২০২৩ সালে তার অসাধারণ অভিনয় দিয়ে ব্যাপক প্রশংসা পেয়েছেন। প্রাইম ভিডিও সিরিজ ‘জুবিলি’, নেটফ্লিক্সের ‘খুফিয়া’, এবং সনিলাইভের ‘চার্লি চোপরা অ্যান্ড দ্য মিস্ট্রি অব সোলাং ভ্যালি’ সিরিজে তার চরিত্রগুলো দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছে।
Development by: webnewsdesign.com