মিডিয়া ডেস্ক
সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির অ্যাম্বাসেডর (আমার এমপি ডট কম) ও জয়যাত্রা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি পরিচয়দানকারী আকাশ ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও ৫ জনের বিরুদ্ধে দু’টি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত আকাশ সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
মামলার অন্য আসামীরা হলেন- সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাদিক, যুবলীগ নেতা তুহিনুর রহমান তুহিন, মনিরুল ইসলাম মনি ও সম্প্রতি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দীপ।
আদালত সূত্র জানায়, সাতক্ষীরা থানায় পর্ণোগ্রাফি আইনে দায়ের করা ২৮ নম্বর মামলার বাদী একজন জনপ্রতিনিধি। তিনি দায়েরকৃত মামলার এজাহারে বলেন, আসামীরা তাকে এমটি রুমে ঢুকিয়ে নগ্ন করে নারী দিয়ে ভিডিও করে জোরপূর্বক টাকা আদায়ের চেষ্টা করে। এ মামলায় ৫ জনকে আসামী করা হয়েছে। অপর মামলার বাদীও একজন জনপ্রতিনিধি।
Development by: webnewsdesign.com