রবিবার মেগা ফাইনালে রাজস্থান রয়্যালকে ৭ উইকেটে হারিয়ে হার্দিক বলছিলেন, ‘আমার লক্ষ্য ভারতের হয়ে বিশ্বকাপ জেতা, যেভাবেই হোক। এজন্য আমার যা করা প্রয়োজন সব করতে রাজি আছি। সবসময়ই আমি নিজের দলকে এগিয়ে রাখতে বিশ্বাসী। আমার জন্য লক্ষ্য তাই সাধারণ, দল যেনো আমার পুরোটা পায়।’
ইনজুরি কাটিয়ে ফিরে দীর্ঘদিন বল করেননি। গত আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলেছেন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে। ধারণা করা হয়, এজন্যই তাকে এবার ধরে রাখেনি মুম্বাই, জাতীয় দলেও জায়গা নড়বড়ে। কিন্তু হার্দিক স্পষ্ট বুঝিয়ে দিলেন, বোলিংটা একেবারে ভুলে যাননি তিনি।