ইরাকের চলমান নিরাপদহীন ও অস্থিতিশীল পরিবেশের কথা বিবেচনা করে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বাগদাদের বাংলাদেশ দূতাবাস। শুক্রবার দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, ইরাকের চলমান নিরাপদহীন ও অস্থিতিশীল পরিবেশের কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরাকের সকল প্রবাসী বাংলাদেশিদের বিশেষ প্রয়োজনে কর্মস্থল ও বাসস্থান ছাড়া সভা সমাবেশস্থল, গোলযোগপূর্ণ পরিবেশ এড়িয়ে চলতে অনুরোধ করা হয়েছে। তবে ইরাকে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য দূতাবাসের সেবা ২৪ ঘণ্টা খোলা থাকবে।
উল্লেখ্য, বাগদাদে মার্কিন হামলায় ইরান রেভ্যুলশনারি গার্ড কোরের (আইআরজিসি) অভিজাত বাহিনী কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেমানি নিহত হয়েছেন। এ নিয়ে ইরাকে চরম উত্তেজনা বিরাজ করছে।
Development by: webnewsdesign.com