আমাদের দেশের শিক্ষাঙ্গনে ব্যাপক সংকট’: অধ্যাপক বসাক

সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০ | ৪:৪২ অপরাহ্ণ

আমাদের দেশের শিক্ষাঙ্গনে ব্যাপক সংকট’: অধ্যাপক বসাক
apps

আমাদের দেশের শিক্ষাঙ্গনগুলোতে ব্যাপক সংকট রয়েছে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক। ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ৩৪ তম ব্যাচের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) নবীন বরণ অনুষ্ঠানে মূখ্য আলোচকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমাদের দেশের শিক্ষাঙ্গনে সংকটের প্রধান কারণ হলো শিক্ষা ব্যবস্থার দূর্বলতা। আরেকটি কারণ যোগ্যতাসম্পন্ন শিক্ষকের অভাব। আমাদের শিক্ষার্থীদের মেধা উন্নত দেশগুলোর চেয়ে কোনঅংশে কম নয়। কিন্তু বিশ^বিদ্যালয়ে পড়েও যথেষ্ট জ্ঞান অর্জনে ব্যর্থ হচ্ছে শিক্ষার্থীরা। উপযুক্ত মানের শিক্ষাই এর একমাত্র ভেষজ। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার চেয়ে বিষয়বস্তু উপলব্ধি করার দায়িত্ব শিক্ষার্থীদের নিজের। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের দেশের শিক্ষার্থীদের আরো এগিয়ে যেতে হবে।

 

 

 

সোমবার (৩ জানুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ উপলক্ষ্যে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।

 

 

 

এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও ৩৪ তম ব্যাচের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক বনানী আফরিন এবং শাহিদা আখতার আশা।

পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

 

 

Development by: webnewsdesign.com