স্বপ্নের মতো একটি বছর কাটিয়েছেন যশপ্রীত বুমরা ও অ্যামেলিয়া কের। সেটারই স্বীকৃতি পেলেন দুজন।
প্রথমবারের মতো আইসিসি বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন ভারতীয় ফাস্ট বোলার বুমরা। জিতলেন স্যার গারফিল্ড সোবার্স ট্রফি। নিউজিল্যান্ডের অলরাউন্ডার কের প্রথমবারের মতো নারীদের বর্ষসেরা হলেন। তিনি জিতেছেন র্যাচেল হেহো ফ্লিন্ট ট্রফি।
আজ মঙ্গলবার ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ও নারী ক্রিকেটার হিসেবে বুমরা ও কেরের নাম ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সংবাদমাধ্যম প্রতিনিধি, আইসিসি ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটে তারা নির্বাচিত হয়েছেন।
২০২৪ সালে অ্যামেলিয়া কের ব্যাট-বলে দারুণ ধারাবাহিক ছিলেন। এই লেগ স্পিন অলরাউন্ডার গত বছর ১৮ টি-টোয়েন্টি ম্যাচে করেন ৩৮৭ রান। উইকেট শিকার করেন ২৯টি। আর ওয়ানডেতে ৯ ম্যাচে করেছেন ২৫৭ রান, উইকেট নিয়েছেন ১৪টি।
নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখেন কের। আসরে ৬ ম্যাচে ২৭ গড়ে করেন ১৩৫ রান। বোলিংয়ে ওভারপ্রতি ৪.৮৫ রান দিয়ে নেন ১৫ উইকেট, যা মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড।
Development by: webnewsdesign.com