অস্কার ২০২০:রেনে জেলওয়েগার সেরা অভিনেত্রী

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০ | ৯:৪৩ অপরাহ্ণ

অস্কার ২০২০:রেনে জেলওয়েগার সেরা অভিনেত্রী
apps

৯২তম অস্কারে সেরা অভিনেত্রী বিভাগে ফেভারিট ছিলেন রেনে জেলওয়েগার। ‘জুডি’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর অস্কার ট্রফিটাও উঠলো তার হাতেই।এবছর অস্কারে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন সিন্থিয়া এরিভো(হ্যারিয়েট), স্কারলেট জোহানসন (ম্যারেজ স্টোরি), সিয়োর্স রোনান (লিটল উইমেন) এবং শার্লিজ থেরন (বোম্বশেল)।যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৯ ফেব্রুয়ারি রাত আটটায় (বাংলাদেশ সময় ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা) শুরু হয়েছে অস্কারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ৯২ তম একাডেমি অ্যাওয়ার্ডের এই আসরে গতবারের মতো এবারও অস্কারে কোনো সঞ্চালক নেই।

Development by: webnewsdesign.com