অচিরেই অ্যাপলের বহুল প্রতীক্ষিত এয়ারট্যাগস আইটেম ট্র্যাকার, অগমেন্টেড রিয়েলিটি (এআর) ডিভাইসসহ একগুচ্ছ নতুন ডিভাইস বাজারে আনার পরিকল্পনা করছে অ্যাপল।
চলতি বছরেই এআর ডিভাইস উন্মোচন করবে অ্যাপল। তবে এটি এআর হেডসেট কিংবা এআর গ্লাস হবে সে সম্পর্কে কোনো আপডেট জানা যায়নি। অ্যাপল এয়ারট্যাগগুলো ব্লুটুথ-ভিত্তিক আইটেম ট্র্যাকার হিসেবে ব্যবহৃত হবে।
এটি ব্যবহারকারীকে চাবি, ওয়ালেট ও ব্যাকপ্যাকগুলোর মতো তাদের জিনিসগুলো শনাক্ত করতে সহায়তা করবে এবং কোনো ট্যাগ আইটেম থেকে আলাদা হলে সেটি সম্ভবত ব্যবহারকারীকে অবহিত করবে।
অ্যাপল বিশেষজ্ঞ মিং-চি কুও জানিয়েছেন, অ্যাপল নতুন এয়ারপডস, আরো বেশি অ্যাপল সিলিকন ম্যাকস এবং মিনি-এলইডি ডিসপ্লের প্রথম ডিভাইস মুক্তি দেয়ার পরিকল্পনা করছে।
তিনি এর আগে বলেছিলেন, অ্যাপল ২০২১ সালে অ্যাপল সিলিকন ও মিনি-এলইডি ডিসপ্লেসহ ১৪ ইঞ্চি ও ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো মডেলগুলো পুনরায় ডিজাইন করার পরিকল্পনা করছে।
Development by: webnewsdesign.com