শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়লো..

বুধবার, ১৩ জানুয়ারি ২০২১ | ১২:০১ অপরাহ্ণ

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়লো..
apps

প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ছুটি চলমান থাকতে পারে। তবে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার।

চলমান ছুটি আগামী ১৬ জানুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার পূর্ব মূহুর্ত এই ছুটি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা আরো জানায়, আগামী এপ্রিল মাসের আগে স্কুল-কলেজ খোলার কোনো পরিকল্পনা আপাতত নেই। সবদিক বিবেচনায় মে এপ্রিলের আগে খুলছে না স্কুল কলেজ।

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা হবে না। তবে, ছুটি বাড়ানো নিয়ে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।

জানা যায়, আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত দেশে শীত বিরাজ করবে। তাই এই শীতের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষার্থীদের ঝুঁকিতে ফেলতে চায় না সরকার। তাই ফেব্রুয়ারির পরেও আরো এক মাস অর্থাৎ মার্চ মাস পর্যন্ত সময়টা বিবেচনায় এনে এপ্রিলে খুলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান।

এনসিটিবি জানায়, বাংলা, গণিত, ইরেজি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বিজ্ঞান, কৃষিশিক্ষা ও গার্হস্থ্যবিজ্ঞানে সাতটি বিষয়ের প্রণীত সিলেবাস ও অ্যাসাইনমেন্টের হার্ড কপি ও সফটকপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বোর্ডে (মাউশি) পাঠিয়েছে এনসিটিবি। পর্যায়ক্রমে অন্য বিষয়গুলোর সিলেবাস ও অ্যাসাইনমেন্ট পাঠানো হবে। চলমান ছুটি আরো বৃদ্ধির সম্ভাবনা থাকায় বন্ধ থাকাকালীন এ উদ্যোগ নিয়েছে এনসিটিবি।

Development by: webnewsdesign.com