হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর করবির নানক বলেছেন, পেছন থেকে কেউ বাতাস দেয়, উসকানি দেয় আর মামুন-টামুন নুরু-ফুরুর (মাওলানা মামুনুল হক ও ভিপি নূর) ফুড়ফুড়ানি শুরু হয়।
বুধবার (৩০ ডিসেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগের এক কর্মসূচীতে তিনি এই মন্তব্য করেন।
নানক বলেন, মামুন-টামুন যারা আছে, তাদের লম্ফজম্প মাঝে মাঝে হয়। পিছন থেকে কেউ বাতাস দেয় উসকানি দেয়, আর মামুন-টামুন নুরু-ফুরুর মাঝে মাঝে ফুড়ফুড়ানি শুরু হয়। সতর্ক থাকতে হবে, ওদের বিষদাঁত ভেঙে দিতে হবে। যে কোনো সময় ডাক দিলে এক ঘণ্টার নোটিশে দশ হাজার কর্মী নিয়ে ঢাকার রাস্তায় বের করতে হবে। এমন প্রস্তুতি থাকতে হবে।
তিনি আরও বলেন, এই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য আওয়ামী লীগ ক্ষমতায় আসার ৫২ দিনের মাথায় বিডিআর বিদ্রোহ ঘটিয়ে দিয়ে সেদিন আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার চেষ্টা করেছিলেন। কিন্তু আওয়ামী লীগকে উৎখাত করা যায়নি।
নানক আরও বলেন, আমরা ভুলে যাইনি, শাপলা চত্বরকে ঘিরে সেদিন খালেদা জিয়া-এরশাদ একসঙ্গে চেষ্টা করেছিলেন এ আওয়ামী লীগকে উৎখাত করার জন্য। আওয়ামী লীগ উৎখাত হয়নি। শাপলা চত্বরে আপনারা উৎখাত হয়ে গিয়েছেন।
Development by: webnewsdesign.com