যিশু খ্রিস্ট মানুষকে শুনিয়েছেন শান্তির বাণী ও ভালোবাসার কথা: রওশন এরশাদ

শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০ | ১২:১৩ অপরাহ্ণ

যিশু খ্রিস্ট মানুষকে শুনিয়েছেন শান্তির বাণী ও ভালোবাসার কথা: রওশন এরশাদ
রওশন এরশাদ। ফাইল ছবি
apps

খ্রিস্ট ধর্মাবলম্বীসহ সকলকে শুভ বড়দিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেন, যিশু খ্রিস্টের জন্ম হয়েছিল মানবজাতিকে সত্য, সুন্দর ও ন্যায়ের পথে পরিচালিত করার জন্য। তিনি মানুষকে শুনিয়েছেন শান্তির বাণী ও ভালোবাসার কথা।

শুক্রবার(২৫ ডিসেম্বর) খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে এক শুভেচ্ছা বাণীতে এসব কথা বলেন তিনি।

রওশন এরশাদ বলেন, ‘যিশু খ্রিস্টের জন্ম ও তার ক্রুশীয় মৃত্যুর প্রকৃত তাৎপর্য হল মানুষের পাপ কালিমা মুছে যাওয়া, সত্য জীবনযাপন করা, অন্যায় অত্যাচার বন্ধ করা, ন্যায্যতা আনায়নসহ প্রভূতি ভালো কাজে আমাদেরকে উদ্বুদ্ধ করা।’

তিনি আরও বলেন, বড়দিনে ওরশন এরশাদের প্রত্যাশা সাম্প্রদায়িকতা, সহিংসতা আর ভেদাভেদ ভুলে শান্তির সুবাতাস ছড়িয়ে পড়বে বিশ্বের সকল মানুষের জীবনে। এ ধর্মীয় উৎসবের মাধ্যমে সব ধর্মের মানুষের মধ্যে সংহতি গড়ে উঠবে এবং তা বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করবে।

Development by: webnewsdesign.com