বিমানবন্দরে ২৪ ঘন্টা ফ্লাইট চলতে প্রধানমন্ত্রীর নির্দেশ, ফখরুলের আহ্বান বন্ধের

বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০ | ১২:০৬ অপরাহ্ণ

বিমানবন্দরে ২৪ ঘন্টা ফ্লাইট চলতে প্রধানমন্ত্রীর নির্দেশ, ফখরুলের আহ্বান বন্ধের
apps

দেশের সাথে বহির্বিশ্বের সব দেশের ফ্লাইট বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৩ ডিসেম্বর) দলের সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, করোনার কারণে যুক্তরাজ্যের সাথে সব দেশ বিমান চলাচল বন্ধ রেখেছে। কিন্তু বাংলাদেশ সরকার ঢাকা-লন্ডন ফ্লাইটসহ বিদেশি এয়ারলাইনসের বিমান যেগুলো লন্ডন থেকে ঢাকায় আসে সেগুলোও বন্ধ করেনি। দেশের মানুষের এক ভয়ংকর স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার করোনা আক্রমণের শুরু থেকেই সম্পূর্ণরূপে ভ্রুক্ষেপহীন থেকেছে। যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি বলেই এ দেশের অসংখ্য মানুষ মৃত্যুবরণ করছে এবং বিপুলসংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগ্রাম করছে।

এদিকে দেশের সকল বিমানবন্দরে ২৪ ঘন্টা বিমান চলাচল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ফ্লাইট বন্ধে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি । তবে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

Development by: webnewsdesign.com