রাবির উপাচার্যকে রাষ্ট্রীয় কোষাগারে সাড়ে ৫ লাখ টাকা জমা দেওার নির্দেশ

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০ | ৪:৪০ অপরাহ্ণ

রাবির উপাচার্যকে রাষ্ট্রীয় কোষাগারে সাড়ে ৫ লাখ টাকা জমা দেওার নির্দেশ
apps

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাড়া বাসা দখলে নিয়ে আর্থিক ক্ষতি করায় সরকারি কোষাগারে ৫ লাখ ৬১ হাজার ৬০০ টাকা জমা দিতে হবে রাবি উপাচার্য এম আবদুস সোবহানকে।

‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কর্তৃক নিয়ম বহির্ভূতভাবে দখলে রাখা ডুপ্লেক্স বাড়ির ভাড়া জমা প্রসঙ্গ’ শিরোনামে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত ওই চিঠি রোববার উপাচার্যের কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, উপাচার্য প্রফেসর এম আবদুস সোবহান কর্তৃক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডুপ্লেক্স বাড়িটি নিয়ম বহির্ভূতভাবে দখলে করে রাখায় ৫ লাখ ৬১ হাজার ৬০০ টাকা বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতি হয়েছে। উক্ত টাকা সরকারি কোষাগারে জমা প্রদানপূর্বক চালানের কপি জরুরি ভিক্তিতে এ বিভাগে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গঠিত তদন্ত কমিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নানা অনিয়ম-দুর্নীতি নিয়ে বিস্তর তদন্ত করে ২৫টি অভিযোগের সত্যতা পেয়েছে। সেই তদন্তের প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয় ও দুদকে জমা দিয়েছে ইউজিসি। সেই প্রতিবেদন আমলে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

Development by: webnewsdesign.com