বহিরাগত নয়, স্থানীয়দের হাতেই ঢাকার রাজনীতির চাবিকাঠি দেয়া উচিত বলে মত ঢাকা মহানগরের বিএনপি নেতাদের। ঢাকাকে যদি শক্তিশালী করতে হয়। ঢাকায় স্থানীয় যারা আছেন তাদেরকে নেতৃ্ত্বে আনতে হবে বলেও জানানো হয়। পাশাপাশি পুরোনো কমিটি ভেঙ্গে নবীন-প্রবীণের সমন্বয়ে শক্তিশালি কমিটি দেয়ার আহবানও তাদের।
তবে, নতুন কমিটিকে কেন্দ্র করে নিষ্ক্রিয় ও সুবিধাবাদীদের দৌরাত্মের আশঙ্কাও করছেন তারা।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে পরে সারাদেশে আন্দোলন গড়ে তুললেও রাজধানী ছিল ব্যতিক্রম। এই দুর্বলতা আমলে নিয়ে মহানগরে সাংগঠনিক ভিত মজবুত করতে ২০১৭ সালের এপ্রিলে ঢাকাকে ২ ভাগ করে দুটি কমিটি ঘোষণা করে বিএনপি। হাবিব উন্ নবী খান সোহেল ঢাকা মহানগর দক্ষিণের ও এম এ কাউয়ুম ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃত্ব পান, দুবছরের জন্য। মেয়াদ দেড় বছর আগে পার হলেও আংশিক থেকে পূর্ণাঙ্গ হয়নি কমিটি দুটোর একটিও।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি শ্যামপুর থানা বিএনপি ও যুগ্ম-সম্পাদক সভাপতি আ ন ম সাইফুল ইসলাম বলেন,’দক্ষিনে আমি বার বারই বলে যাচ্ছি, ঢাকায় স্থানীয় যারা আছেন তাদেরকে নেতৃ্ত্বে আনতে হবে। ঢাকাকে যদি শক্তিশালী করতে হয়।’ দারুস সালাম থানা বিএনপি সভাপতি সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু জানান,’তারুণ্য নির্ভর এবং পাশাপাশি অভিজ্ঞতার মিশের এই দু্টোই আপনারা দেখতে পাবেন।’
ঢাকা মহানগর উত্তর বিএনপি সহ-সভাপতি কে এম মোয়াজ্জেম হোসেন বলেন,’যারা উপস্থিত থেকে নেতৃত্ব দিতে পারবে। আমাদের তৃণমূলকে সংগঠিত করতে পারবে এবং সাংগঠনিকভাবে আগাতে পারবে, স্বচ্ছ এবং সৎভাবে কমিটি পুর্নগঠিত করবে এমন নেতৃত্ব সবাই চাচ্ছে।’
পুরোনো কমিটি ভেঙ্গে তরুণ ও যোগ্য নেতৃত্বের হাতে রাজধানীর দায়িত্ব তুলে দিতে কেন্দ্রের প্রতি আহবান মহানগরীর নেতাদের।
Development by: webnewsdesign.com