যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ফাইজার ও বায়োএনটেকের কোভিড টিকার প্রয়োগ। স্থানীয় সময় (সোমবার ১৪) ডিসেম্বর থেকে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগ করতে যাচ্ছে মার্কিন সরকার।
শুক্রবার (১০ ডিসেম্বর) মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন বিভাগ কোভিডে আক্রান্ত এবং জরুরি ক্ষেত্রে রোগীদের টিকা দেওয়ার অনুমোদন দেয়। সোমবারের আগেই ৩০ লাখ ডোজের প্রথম চালান সব অঙ্গরাজ্যে চলে যাবে। কয়েক লাখ মানুষকে ভ্যাকসিন দিতে এরই মধ্যে ৩ শতাধিক নার্সিং হোম সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। শুরুতেই স্বাস্থ্যকর্মী ও সংকটাপন্নদের প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
শনিবারও যুক্তরাষ্ট্রে তিন হাজারের বেশি মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন, একদিনেই মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।
ফাইজারের টিকার উদ্ভাবকরা দাবি করেন, তাদের ভ্যাকসিন ৯৫ শতাংশ পর্যন্ত কার্যকর, যা মহামারিকে মোকাবিলায় কার্যকর ভূমিকার রাখবে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন- এফডিএ যুক্তরাষ্ট্রে জরুরি ভিত্তিতে ফাইজারের টিকা ব্যবহারে ছাড়পত্র দেওয়ার পরের দিনেই ট্রাম্প সবাইকে প্রশংসায় ভাসান। একই সঙ্গে একে ‘মেডিকেল মিরাকল’ অর্থাৎ চিকিৎসাবিজ্ঞানের অলৌকিক ঘটনা বলেও অভিহিত করেন।
Development by: webnewsdesign.com